দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি নির্বাচনি প্রচারে রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিন জেলার নেতাকর্মীদের নিয়ে এক বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় রাজশাহী সফরের চূড়ান্ত সিদ্ধান্ত জানান তারেক রহমান। সভায় তিনি তিন জেলার নির্বাচনি সমাবেশের প্রস্তুতি শুরুর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, ২৯ জানুয়ারি দুপুর সোয়া ১২টায় বিমানে রাজশাহীতে পৌঁছাবেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা মাঠের সমাবেশে বক্তব্য দিয়ে তিনি সড়কপথে নওগাঁ ও পরে বগুড়ায় নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।
সফরসূচি ঘোষণার পর রোববার সকাল থেকেই মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে নগরীজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তিন জেলা ও মহানগর বিএনপি প্রচার-প্রচারণা জোরদার করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর সমাবেশটি স্মরণকালের সর্ববৃহৎ হবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের প্রার্থীসহ কয়েক লাখ নেতাকর্মীর অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।