পৌষ বিদায় নিয়ে মাঘের শুরুতেই রাজশাহীতে ঝলমলে রোদ আর তুলনামূলক উষ্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। সকাল-সন্ধ্যা ও রাতে কুয়াশা থাকলেও দিনে তা কেটে যাচ্ছে। এরই মধ্যে ‘আমের রাজ্য’ খ্যাত এই অঞ্চলের গাছে গাছে উঁকি দিয়েছে সবুজাভ আমের মুকুল, যার সুবাসে ভরে উঠেছে চারপাশ।
কৃষি বিভাগ বলছে, এগুলো আগাম মুকুল। কিছুদিনের মধ্যেই গাছে গাছে ঢালাওভাবে মুকুল ফুটবে। ইতোমধ্যে রাজশাহী নগরীর পুলিশ লাইন্স, বুলনপুর ও পদ্মা নদীর পাশের এলাকায় মুকুল চোখে পড়ছে। মাঘের শুরুতেই এমন দৃশ্য বসন্তের আগমনী বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
জেলার চারঘাট ও বাঘা উপজেলায় এবারও সবচেয়ে বেশি মুকুল দেখা যাচ্ছে। এসব এলাকার আম স্বাদে-গন্ধে সুনামধন্য। গ্রামাঞ্চলের বাগানগুলোতেও ফাল্গুনের আগেই মুকুলের সুবাস ছড়াচ্ছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগেভাগেই গাছে মুকুল এসেছে।
চাষিরা ইতোমধ্যে বাগান পরিচর্যার প্রস্তুতি নিচ্ছেন। পোকামাকড় ও রোগবালাই থেকে মুকুল রক্ষায় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বালাইনাশক ও ছত্রাকনাশক ব্যবহারের পরিকল্পনা করছেন তারা। যদিও এখনো বড় আকারে মাঠপর্যায়ে কাজ শুরু হয়নি।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার কুয়াশা কম ও রোদ বেশি হওয়ায় মুকুল নষ্ট হওয়ার আশঙ্কা কম। গত বছর ভালো ফলন হয়েছিল, এবারও আগাম ও বেশি মুকুল আসায় চাষিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। বুধপাড়া, পবা, চারঘাট ও বাঘা উপজেলার বহু বাগানে ইতোমধ্যেই এই আগাম মুকুলের দেখা মিলেছে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।