রাজশাহীতে ভোটের লড়াই: বিএনপি-জামায়াত, নজরে আওয়ামী ভোটার

2026-01-17 14:47:38 [5]

নতুন নির্বাচনী আইনের কারণে রাজশাহীতে প্রচারণার চিত্র অনেকটাই নীরব। পথে পথে পোস্টার-ব্যানার কিংবা ঢাকঢোল না থাকলেও ভোট নিয়ে আগ্রহ কমেনি। ভোটার ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার ছয়টি আসনের অন্তত তিনটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস রয়েছে।

২০০৮ সালের আগ পর্যন্ত রাজশাহী ছিল বিএনপির শক্ত ঘাঁটি। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন বলে মনে করছেন ভোটারদের একটি অংশ। মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির লড়াই জমে উঠতে পারে বলে তাদের ধারণা।

বিএনপি অবশ্য তাদের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তির ওপরই আস্থা রাখছে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, মনোনয়ন ঘিরে কিছু অসন্তোষ থাকলেও তা ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলবে না। অন্যদিকে জামায়াতের দাবি, জরিপ অনুযায়ী অন্তত চারটি আসনে তারা বিএনপির চেয়ে এগিয়ে রয়েছে।

এই দুই দলের বাইরে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, বাসদ, গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি দল মাঠে সক্রিয়। সাধারণ ভোটারদের মতে, এবারের নির্বাচনে ইশতেহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে কর্মসংস্থানের সংকট নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে; অনেকের ভাষায় রাজশাহী এখন ‘শিক্ষিত বেকারদের নগরী’। একই সঙ্গে ভোটের দিনের পরিবেশ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।