কাশ্মীরের শাক্সগামেও চীনের দাবি

2026-01-14 12:02:48 [6]

অরুণাচল প্রদেশের পর এবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করল চীন। বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে, অঞ্চলটি তাদের অংশ এবং সেখানে অবকাঠামো উন্নয়নসহ যেকোনো কার্যক্রম চালানো তাদের বৈধ অধিকার।

সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, শাক্সগাম উপত্যকা চীনের ভূখণ্ড। তাই সেখানে অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ‘সম্পূর্ণভাবে ন্যায্য’। এ বক্তব্যের মাধ্যমে তিনি কাশ্মীরের ওই অংশে ভারতের সার্বভৌমত্বের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, শাক্সগাম উপত্যকা ভারতের ভূখণ্ড এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার নয়াদিল্লির রয়েছে। ভারত ১৯৬৩ সালের চীন–পাকিস্তান সীমান্ত চুক্তিকে অবৈধ বলে মনে করে এবং চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্বীকৃতি দেয় না। ভারতের মতে, জম্মু ও কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

জবাবে চীন জানায়, ১৯৬০-এর দশকে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি দুটি সার্বভৌম দেশের অধিকারভুক্ত বিষয়। সিপিইসি কেবল অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ, যা কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থান বদলায় না। দীর্ঘদিনের সীমান্ত বিরোধের মধ্যেই এ দাবিকে কেন্দ্র করে অরুণাচল ও কাশ্মীর অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।