আইইএলটিএস ছাড়াই সিঙ্গাপুরে ফুল ফান্ডেড উচ্চশিক্ষা

2026-01-13 12:03:55 [10]

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন এমন বহু শিক্ষার্থীর জন্য আইইএলটিএস একটি বড় প্রতিবন্ধকতা। তবে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সিঙ্গাপুর সেই বাধা অনেকটাই সহজ করেছে। আইইএলটিএস ছাড়াই আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তি এবং সম্পূর্ণ অর্থায়নের (ফুল ফান্ডেড) সুযোগ দিচ্ছে দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো।

বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার জন্য সিঙ্গাপুর ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে সুপরিচিত। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (NUS) ও নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU)-এর মতো বিশ্ববিদ্যালয় নিয়মিত বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষে থাকে। এর পাশাপাশি আধুনিক ক্যাম্পাস, ইংরেজি মাধ্যমে শিক্ষা, নিরাপদ জীবনযাপন, বহুসাংস্কৃতিক পরিবেশ এবং শক্তিশালী চাকরির বাজার সিঙ্গাপুরকে শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে।

২০২৬ সালে সিঙ্গাপুরের অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বাধ্যতামূলক করেনি। শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে সম্পন্ন পূর্ববর্তী ডিগ্রির প্রমাণ হিসেবে মিডিয়াম অব ইনস্ট্রাকশন (MOI) লেটার জমা দিতে পারবেন। পাশাপাশি টোয়েফল, পিটিই বা ডুয়োলিঙ্গোর মতো বিকল্প ভাষা পরীক্ষার ফল কিংবা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেও ইংরেজি দক্ষতা প্রমাণের সুযোগ থাকছে।

আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (NUS), নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU), সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি (SMU), সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (SUTD) এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব টেকনোলজি (SIT)। এসব প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, বিজনেস, সায়েন্স, আইন, ডিজাইন ও হেলথ সায়েন্সসহ নানা বিষয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে পড়াশোনার সুযোগ থাকছে, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।