রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ৪১টি হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এদিন সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এসব ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, খায়রুজ্জামান লিটন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী এসব অভিযোগ সংশ্লিষ্ট অপরাধের আওতাভুক্ত। প্রাথমিক সাক্ষ্য-প্রমাণে দেখা যায়, অভিযুক্তরা অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন ও ভোগবিলাসে ব্যবহার করেছেন। মামলার অনুসন্ধান চলমান থাকায় অর্থ উত্তোলন বা স্থানান্তর ঠেকাতে হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।