বাংলাদেশ টেক এনট্রাপ্রেনিয়র সোসাইটির (বিডিটিইএস)-এর উদ্যোগে আয়োজিত বিডিটিইএস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গ্র্যান্ড ডিনার পার্টি আজ ১১ জানুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্ট আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন জেরন আইটি-এর সিইও, এম এম মুরাদুজ্জামান (কনক)। পুরো আয়োজনটি সার্বিক তত্ত্বাবধানে ও বাস্তবায়নে ছিল জেরন আইটি।
প্রযুক্তি উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টটি ৫ থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাজশাহী হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের মোট ২৮টি দল অংশগ্রহণ করে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা ম্যাচগুলোতে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
ফাইনাল ম্যাচে জেন-ওয়াই শাটলার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং রাজশাহী টেক রানার্স-আপের স্থান লাভ করেন।
টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর নর্থ বেঙ্গল অনলাইন, কো-স্পনসর ইমাজিন কম্পিউটার অ্যান্ড সলিউশন এবং ষ্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে র্যাম্পসবিডি সহযোগিতা প্রদান করেন। স্পনসর ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সহায়তায় টুর্নামেন্টটি একটি সুশৃঙ্খল ও সফল আয়োজন হিসেবে সম্পন্ন হয়।
বিডিটিইএস কর্তৃপক্ষ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল, স্পনসর, আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও নেটওয়ার্কিং আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।