বাংলাদেশ টেক এনট্রাপ্রেনিয়র সোসাইটির (BDTES) উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টায় রাজশাহীতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইটেক পার্কের সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব গোলাম কিবরিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব গোলাম কিবরিয়া বেলুন উড়িয়ে ও ফিতা কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বাংলাদেশ টেক এনট্রাপ্রেনিয়র সোসাইটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আইটি প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং মানসিক বিকাশ ও পারস্পরিক ভাতৃত্ববোধ জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এমন আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
টুর্নামেন্টটির টাইটেল স্পনসর হিসেবে সহযোগিতা করছে নর্থ বেঙ্গল অনলাইন। প্রতিষ্ঠানটির পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব দেলোয়ার হোসেন। এছাড়া কো-স্পনসর হিসেবে ইমাজিন কম্পিউটার অ্যান্ড সলিউশন-এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব ওসমান গনি। সার্বিক সহযোগিতায় রয়েছে জেরন আইটি এবং ষ্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে র্যাম্পসবিডি। আয়োজনে স্পনসরদের সক্রিয় সহযোগিতাকে টুর্নামেন্ট সফল বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন আয়োজকরা।
এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে রাজশাহী অঞ্চলের ২৫টি আইটি প্রতিষ্ঠানের মোট ২৮টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার মাধ্যমে আইটি খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে বলে আয়োজকদের আশা।
উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি ২০২৬ তারিখে গ্র্যান্ড ডিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠিত হবে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।