রাজশাহী মহানগরীতে ছিনতাই চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন—মো: আকাশ হোসেন (৩০), বিপ্লব ওরফে রাব্বান বিপ্লব (২৮) এবং মো: শাকিল শেখ (২৮)। তারা রাজশাহীর রাজপাড়া থানার মহিষবাতান, ভাটাপাড়া ও রাজপাড়া এলাকার বাসিন্দা।
চন্দ্রিমা থানায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার তদন্তে নেমে ডিবি প্রথমে আকাশ ও বিপ্লবকে আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিলকে তার বাসা থেকে আটক করা হয়। অভিযানের সময় তাদের নিকট থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, চারটি এটিএম কার্ড, মানিব্যাগ, একটি বার্মিজ চাকু এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত ২৯ নভেম্বর ভোরে শিরোইল বাসস্ট্যান্ড থেকে ছোটবনগ্রাম যাওয়ার পথে মোটরসাইকেলযোগে এসে অভিযুক্তরা এক যাত্রীর মোবাইল, টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাই করে। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং উদ্ধার হওয়া আলামত ভুক্তভোগী শনাক্ত করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।