‘ঐতিহ্যের পথ ধরে, শুদ্ধতার টানে—আরও বড় পরিসরে’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে এরফান ব্র্যান্ডের পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের বাতেন খাঁ মোড়ে এ কেন্দ্রের উদ্বোধন করেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপের জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিনসহ অন্যান্য অতিথিরা।
উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ শোরুমে উন্নতমানের চিনি, গুঁড়া চাল ও বিভিন্ন ধরনের চাল, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা ও খিল সেমাই, নুডুলস, হট টমেটো সস, জুসি ও পাউডার জুসি, মটর ভাজা, ডাল ভাজাসহ প্রতিদিনের প্রয়োজনীয় মানসম্মত কনজিউমার পণ্য পাওয়া যাবে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।