আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির পাঁচ নেতা নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাম্মী আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন উত্তোলনকারীরা হলেন—ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জল, জেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়ার মালাক্কা শাখা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত এবং আমেরিকা প্রবাসী আমিরুল ইসলাম মিঠু। এ বিষয়ে আরিফুল ইসলাম বিলাত বলেন, সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি সক্রিয় রয়েছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বলেও জানান।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।