শীতে ত্বকের যত্ন

2025-12-26 17:20:50 [15]

শীতের সময় ত্বকের আলাদা করে যত্ন নিতে হয়। গ্লিসারিন সাবান, ক্রিম, ময়েশ্চারাইজার, তেল, ত্বকের যতেœ ব্যবহার করতে হয়। শীতে এমনিতেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। তার ওপর পানি খাওয়া কম হয় বলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে। বাইরে থেকে ক্রিম, ময়েশ্চারাইজার কিংবা তেল মেখে সাময়িকভাবে সমস্যা ঠেকিয়ে রাখতে হয়।

ত্বকের যত্নে তেল ব্যবহার করতে পারেন। ময়েশ্চার তৈরি করতে এই তেল দারুণ কাজের। তবে দেহের সব অংশের জন্য তেল উপযুক্ত নয়। গোড়ালি, কনুই, হাঁটুর মতো অতিরিক্ত খসখসে জায়গাগুলোতে তেল মাখা যেতে পারে। তেলের ঘনত্ব খুব বেশি হলে চলবে না। ত্বক যাতে তাড়াতাড়ি শুষে নিতে পারে তার জন্য লো ডেনসিটি-যুক্ত নারকেল তেল, কাঠবাদমের তেল ব্যবহার করাই ভালো।

শুষ্ক ত্বকে যত্ন নিতে গোসলের পর ময়েশ্চারাইজার মাখেন অনেকেই। কিন্তু ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ময়েশ্চারাইজার দেহে মাখা গেলেও মুখে মাখা উচিত নয়। ত্বকে ময়েশ্চার ব্যারিয়ার ধরে রাখার জন্য এই প্রসাধনী দারুণ কাজের। ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ময়েশ্চারাইজার ধরে রাখে।

যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা ব্যবহার করতে পারেন ক্রিম। ময়েশ্চারাইজারের থেকে একটু বেশি ঘন। তাই এটি মেখে বাইরে না বেরোনোই ভালো। তবে রাতে ক্রিম মেখে ঘুমাতে যেতেই পারেন। ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশপাশি শুষ্ক ভাবও দূর করবে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।