রাজশাহীর আম দেশের বাজারে অত্যন্ত জনপ্রিয় এবং উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রতি বছর ভালো ফলনের আশায় থাকেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমচাষি ও ব্যবসায়ীরা। চলতি মৌসুমেও সেই প্রত্যাশা রয়েছে। ইতোমধ্যে আম গাছে মুকুল আসতে শুরু করায় মৌ মৌ ঘ্রাণে নতুন স্বপ্ন দেখছেন তারা।
পৌষের শুরু থেকেই রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে মুকুলের দেখা মিলছে। নানা ফুলের সঙ্গে আমের মুকুল ছড়িয়ে দিচ্ছে সৌরভ। গত বছরের তুলনায় চলতি বছর ভালো ফলনের আশা করছেন চাষিরা। কৃষিবিদরাও বলছেন, এখন পর্যন্ত আবহাওয়া আম চাষের অনুকূলে রয়েছে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের সম্ভাবনা আছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আম চাষ হয়ে উৎপাদন হয়েছিল ২ লাখ ৪৯ হাজার ৯৫২ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে একই পরিমাণ জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা কিছুটা কমে ২ লাখ ৪৬ হাজার মেট্রিক টন ধরা হয়েছে।
চাষিরা জানান, গত বছর শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে অনেক বাগান ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এবার শীতের তীব্রতা কম এবং আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল থাকায় মুকুলের ক্ষতির আশঙ্কা কম। ঘন কুয়াশা থাকলেও সময়মতো ঠান্ডা পড়ায় মুকুল গজাতে সহায়ক হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন উপজেলায় আমচাষিরা গাছে গাছে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করছেন। পবা উপজেলার আমচাষি রফিক হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং শিলাবৃষ্টি না হওয়ায় এবার ভালো ফলনের আশা করছেন তারা। অন্য চাষিরাও জানান, নিয়মিত পরিচর্যা ও সময়মতো স্প্রে করার ফলে পোকার আক্রমণ কমবে।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ মুকুল আসবে। এখন থেকেই গাছের যত্ন ও রোগবালাই দমন করলে ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও মাঠপর্যায়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। সব মিলিয়ে রাজশাহীতে এবার আমের ভালো উৎপাদনের আশাই করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।