পৌষ মাসের কনকনে শীতে দেশের উত্তরাঞ্চলসহ নাটোরে বেড়েছে শীতের তীব্রতা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে এসব দোকানে।
নাটোরের সিংড়া পৌর শহরের বাসস্ট্যান্ড ও কলেজ রোড এলাকায় ফুটপাতে বসেছে ১৫ থেকে ২০টি অস্থায়ী গরম কাপড়ের দোকান। এখানে পুরাতন কাপড় ৫০ থেকে ১৫০ টাকায়, আধা পুরাতন ১৫০ থেকে ৩৫০ টাকায় এবং নতুন কাপড় ২৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় ফুটপাত এলাকা সরগরম হয়ে উঠেছে।
ফুটপাতের দোকানগুলোতে হুডি, মোটা গেঞ্জি, জ্যাকেট, সুয়েটার, কার্ডিগান, শর্ট কোর্ট, শিশুদের শীতের পোশাক, কানটুপি, মাফলার ও মোজাসহ সব বয়সের মানুষের শীতবস্ত্র পাওয়া যাচ্ছে। পাশাপাশি মার্কেটের কাপড়ের দোকানগুলোতেও শীতবস্ত্রের বেচাকেনা বেড়েছে।
ফুটপাত ব্যবসায়ী আব্দুল কাদের জানান, চট্টগ্রামের মোকাম থেকে আনা দেশি-বিদেশি নতুন ও পুরাতন কাপড় বিক্রি করছেন তিনি। দুই দিন ধরে বেচাকেনা ভালো হচ্ছে এবং সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকছে। অন্যদিকে কলেজ রোড এলাকার ব্যবসায়ী তারেক রহমান বলেন, শীত যত বাড়ে বিক্রিও তত বাড়ে, তাই এবারও ভালো বেচাকেনার আশা করছেন তারা।
ক্রেতারা জানান, সীমিত বাজেটে গরম কাপড় কিনতে ফুটপাতই তাদের ভরসা। নুরজাহান খাতুন বলেন, কম দামে সন্তোষজনক কাপড় পাওয়া যাচ্ছে। অটোরিকশাচালক খাদেম আলী জানান, দরদাম করে আধা পুরাতন জ্যাকেট কিনে এবারের শীত পার করার আশা করছেন তিনি।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।