আজ সকাল ০৮.৩০ ঘটিকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে মানববন্ধন এবং জেলা পরিষদ মিলনায়তন, রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. আ. ন. ম. বজলুর রশিদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী মহোদয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফজলুল হক, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয় রাজশাহী মহোদয়।
[০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার]
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।