রাজশাহীতে মাসব্যাপী জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করা হয়। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নাসিব রাজশাহী জেলা কার্যালয়ের সভাপতি মো. শফিকুল ইসলাম। এ সময় নাসিবের জেলা কার্যালয়ের সদস্য গোলাম এহতেশাম, মো. সালাউদ্দিন জিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের জানানো তথ্যমতে, জেলা প্রশাসন ও বিসিকের সহযোগিতায় আয়োজিত এ মেলায় ১০০টি স্টল বসানো হয়েছে। বাংলাদেশসহ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উদ্যোক্তারা মেলায় অংশ নিচ্ছেন। হস্তশিল্প, পাটজাত পণ্য, মৃৎশিল্প, বস্ত্র, খাদ্য ও চামড়াজাত সামগ্রীসহ নানা ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য মেলায় স্থান পেয়েছে।
উদ্বোধনী বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত এবং এই মেলা উদ্যোক্তাদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার বড় সুযোগ। তিনি রাজশাহীতে আন্তর্জাতিক মানের স্থায়ী মেলার মাঠের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, এ ধরনের অবকাঠামো গড়ে উঠলে উদ্যোক্তাদের পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিও উপকৃত হবে।
উদ্যোক্তারা জানান, এ মেলা নতুন বাজার সৃষ্টি ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির সুযোগ এনে দিচ্ছে। দর্শনার্থীরাও একই স্থানে দেশি-বিদেশি পণ্য দেখার ও কেনার সুযোগে সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিদিন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজনের কথা জানানো হয়েছে, যা মেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।