সুজানগরে মৌসুমী পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

2025-12-25 17:09:21 [11]

বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনে শীর্ষস্থানীয় পাবনার সুজানগরে মৌসুমী পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। পৌষের কনকনে শীত উপেক্ষা করে উপজেলার মাঠে মাঠে চলছে পেঁয়াজ রোপণ। বড় ও প্রান্তিকসহ সব শ্রেণির কৃষক এ কাজে ব্যস্ত। চলতি পৌষের প্রথম সপ্তাহ থেকে আবাদ শুরু হয়ে মাঘের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ১০টি ইউনিয়নে ১৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে মৌসুমী পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় শ্রমিকের পাশাপাশি রাজবাড়ি, ফরিদপুর, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক এসে কাজ করছেন। কিছু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীও দৈনিক ৬০০–৭০০ টাকা মজুরিতে পেঁয়াজ রোপণে যুক্ত হয়েছেন।

চাষীদের মতে, এ সময় উপজেলায় নবান্নের মতো পেঁয়াজ আবাদ উৎসবের আমেজ থাকে। কামরুজ্জামান ও ময়েন উদ্দিন জানান, প্রান্তিক চাষীরাও ১০–১৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেন এবং বাড়িতে চিতই-ভাপা পিঠাসহ নানা খাবারের আয়োজন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, পেঁয়াজ এ উপজেলার প্রধান অর্থকরী ফসল হওয়ায় সর্বস্তরের কৃষক মৌসুমী পেঁয়াজ আবাদে যুক্ত থাকেন।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।