শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন অবশেষে পদত্যাগ করেছেন। পদত্যাগ দাবিতে রোববার (২১ ডিসেম্বর) দিনভর উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে শ্লোগান ও মিছিল করেন শিক্ষার্থীরা। রাতে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ।
পদত্যাগ করা ডিনরা হলেন—আইন অনুষদের অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. বিমল কুমার প্রামাণিক ও ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. এএইচএম সেলিম রেজা। এদিন সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে গিয়ে তাদের চেম্বারে তালা দেন। পরে দুপুরে রেজিস্ট্রার দপ্তরে এসে দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।
প্রায় আধা ঘণ্টা পর তালা খুলে দেওয়া হলেও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টি অনুষদে আওয়ামীপন্থি হলুদ প্যানেলের প্রার্থীরা ডিন নির্বাচিত হন। গত বুধবার ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত স্ব-পদে থাকার নির্দেশ দিয়েছিলেন উপাচার্য, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।