জেলার শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞার সার্বিক নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিভিন্ন হাট-বাজার, ঘাট ও মোড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এবং রাতের বেলায় জীবিকার তাগিদে কাজ করা নৈশ শ্রমিকদের মাঝে কম্বল, শীতের টুপি ও শুকনো খাবার তুলে দেওয়া হয়।
সরেজমিনে কানসাট বাজারসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবুর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা কনকনে শীতে অসহায় মানুষের পাশে গিয়ে তাদের গায়ে কম্বল ও টুপি পরিয়ে দেন। শিবগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানান, এই কার্যক্রম চলমান থাকবে। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিমুল বলেন, অধ্যাপক শাহজাহান মিঞা সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং তিনি শিবগঞ্জবাসীর আস্থার প্রতীক ও মানবিক ফেরিওয়ালা।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।