রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব শেষ হয়েছে। শনিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নাটোর জেলার দুটি কলেজ দল ফাইনালের টিকিট নিশ্চিত করে। প্রথম সেমিফাইনালে নাটোরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের মুখোমুখি হয় নওগাঁর সাপাহার সরকারি কলেজ। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলায় গতি আনে। নির্ধারিত ৬০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে অসাধারণ নৈপুণ্য দেখান বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের গোলকিপার। প্রতিপক্ষের একাধিক শট রুখে দিয়ে তিনি দলকে জয়ের পথে এগিয়ে নেন। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে ট্রাইবেকারে জয় তুলে নিয়ে নাটোরের দলটি প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে। দিনের দ্বিতীয় সেমিফাইনালে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে মাঠে নামে রাজশাহীর সরদহ সরকারি কলেজ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে সিংড়ার দলটি।
ম্যাচের এক পর্যায়ে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ একটি সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছে। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভাগের আট জেলার ১৬টি কলেজ দল অংশ নেয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, আগামী সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের বহুল প্রত্যাশিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।