রাজশাহীতে জেঁকে বসেছে শীত

2025-12-20 23:41:07 [17]

রাজশাহীতে জেঁকে বসেছে শীত। সকাল থেকেই মৃদু বাতাস ও কুয়াশায় ঢাকা নগরজীবন। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে শুরু হয় ঘন কুয়াশা। দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল প্রকৃতি। সারা দিনেও সূর্যের মুখ দেখা যায়নি বলে শীত অনুভূত হয়েছে। গতকাল রাত ১১টা থেকে রাজশাহীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। বইতে থাকে ঠাণ্ডা বাতাস।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহীতে আজ সকাল ৮টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের গতি ছিলো ৩ নটিক্যাল মাইল। আর্দ্রতা ৯৮ শতাংশ। তাতে শীতের অনুভূতি বেড়েছে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। আর এ কারণে বেড়েছে শীতের দাপট।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।