রাজশাহীতে গুঁড়িয়ে দেয়া হলো আ.লীগ অফিস

2025-12-19 21:18:45 [40]

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীতে আওয়ামী লীগের মহানগর কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ও এনসিপির নেতা-কর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত কার্যালয়টিতে জড়ো হন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা একটি এস্কেভেটর ব্যবহার করে ভবনটি ভেঙে ফেলে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল, তবে এবার ভবনটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।