চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন, একটি বেসরকারি গ্রুপ ও প্রবীণ হিতৈষী সংঘের সহযোগিতায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান ইনস্টিটিউটের আয়োজনে ৫০০ জন শীতার্ত প্রবীণের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা মাহবুব আলম সিআইপি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফসার আলী। এছাড়াও বক্তব্য দেন মনোয়ারুল ইসলাম ডালিম ও ফারুকা বেগমসহ অন্যান্যরা। মাহবুব আলম সিআইপি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছর শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।