পুকুর খননে বাধা, ভেকু চাপায় কৃষক নিহত

2025-12-19 15:20:07 [12]

রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর (ভেকু) চাপায় জুবায়ের আলী (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের আলী ওই গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আনিসুজ্জামান রহমান বকুল এবং মুনতাজ হাজির দুই ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন কৃষিজমিতে এক্সকাভেটর দিয়ে পুকুর খনন করছিলেন। বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক সেখানে গিয়ে বাধা দেন। একপর্যায়ে পুকুর খননের সঙ্গে জড়িতরা এক্সকাভেটর চালানোর নির্দেশ দিলে চালক যন্ত্রটি চালান এবং জুবায়ের আলী চাপা পড়ে গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় জুবায়ের আলীকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা রফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, জমির মালিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই জোর করে পুকুর খনন করা হচ্ছিল এবং বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, অনুমতি ছাড়াই রাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এক্সকাভেটরের চালক আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।