ঋত্বিক ঘটকের বাড়ি সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

2025-12-19 15:15:52 [16]

খ্যাতিমান চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি সংরক্ষণ ও স্মৃতিচিহ্ন ধ্বংসের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন সংস্কৃতি ও চলচ্চিত্রকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীতে নাগরিকদের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ঐতিহ্য। বাড়ির ধ্বংসাবশেষের ইট সরিয়ে নিয়ে পুকুর ও ডোবায় ফেলে দেওয়া ইতিহাস মুছে ফেলার শামিল। অবিলম্বে ইটগুলো আগের স্থানে ফিরিয়ে এনে বাড়িটি সংরক্ষণ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীরের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহমুদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের নেতা সুভাষ চন্দ্র হেমব্রম, ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়।

স্মারকলিপিতে বাড়ি ভাঙা ও স্মৃতিচিহ্ন সরানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অবশিষ্ট জমি অবমুক্ত করে সংরক্ষণ, সীমানাপ্রাচীর ও সাইনবোর্ড স্থাপন এবং ভবিষ্যতে সেখানে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ ও ‘ঋত্বিক ফিল্ম ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।