ওসমান হাদি মা’রা গেছেন

2025-12-18 22:09:56 [52]

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।

এদিকে, ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ওই পোস্টে তাকে ‘মহান বিপ্লবী’ হিসেবে উল্লেখ করে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে সতীর্থ ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।