মেয়ে জাইমাকে নিয়ে ২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

2025-12-18 21:29:15 [76]

দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় একটি বাণিজ্যিক ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে ফিরছেন মেয়ে জাইমা রহমানও। জনপ্রিয় এই নেতাকে বরণ করে নিতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালের মধ্যবর্তী পূর্বাচলের কোনো একটি স্থানে বিশাল সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দেশের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা তাকে এক নজর দেখতে এবং তার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের এই ফেরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেতা-কর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি করবে। একদিকে যেমন তাকে বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, অন্যদিকে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় জোটের শরীকদের সাথে আসন বণ্টন ও নির্বাচনী কৌশল চূড়ান্ত করার কাজও গুছিয়ে নিচ্ছে দলটি।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।