বিধি-নিষেধ আরো শিথিল করে সৌদি আরব এখন অমুসলিম বিদেশি বাসিন্দাদের দোকান থেকে মদ কেনার অনুমতি দিচ্ছে। তবে সব অমুসলিম বাসিন্দা এ সুযোগ পাবেন না, শুধু যাদের মাসিক আয় ৫০ হাজার রিয়াল (১৩ হাজার ৩০০ মার্কিন ডলার) বা তার বেশি তারাই মদের ক্রেতা হতে পারবেন, বিষয়টি সম্বন্ধে অবগত লোকজনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ।
রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির একমাত্র মদের দোকানে ঢুকতে অমুসলিম বাসিন্দাদের অবশ্যই তাদের আয়ের সনদ দেখাতে হবে, বলেছেন ওই ব্যক্তিরা। তবে সংবেদনশীল বিষয় হওয়া তারা কেউই নাম-পরিচয় প্রকাশে রাজি হননি।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।