যুক্তরাজ্যে আটক বাংলাদেশি কূটনীতিক ফয়সাল

2025-12-18 11:17:20 [17]

মস্কোয় বাংলাদেশ দূতাবাসে থাকাকালীন সহকর্মীদের সাথে অসংগত আচরণ ও প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ‘স্ট্যান্ড রিলিজ’ হওয়া সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. ফয়সাল আহমেদকে যুক্তরাজ্যে আটক করা হয়েছে। গত সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বার্মিংহাম থেকে তাকে আটক করে দেশটির পুলিশ। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চলতি বছরের মে মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় ফয়সাল আহমেদকে অবিলম্বে দায়িত্ব ত্যাগ করে দেশে ফেরার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। সংশ্লিষ্টদের ধারণা, দেশে না ফিরে তিনি রাশিয়া থেকে সরাসরি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।