দেশি–বিদেশি বিনিয়োগে প্রাণ ফিরছে রাজশাহী হাইটেক পার্কে

2025-12-13 18:55:51 [41]

দীর্ঘ স্থবিরতার পর আবারও সজীব হয়ে উঠছে রাজশাহী হাইটেক পার্ক। নতুন করে দেশি ও বিদেশি কোম্পানির বিনিয়োগ শুরু হওয়ায় পার্ককে ঘিরে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক গতি। এতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বাড়ার পাশাপাশি আঞ্চলিক উন্নয়নেও আশাব্যঞ্জক পরিবেশ সৃষ্টি হয়েছে। পার্ক–সংশ্লিষ্ট সূত্র জানায়, এতদিন খালি পড়ে থাকা আটটি বাণিজ্যিক প্লট এখন পুরোপুরি লিজ হয়েছে।

সবচেয়ে আলোচিত বিনিয়োগ এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংক থেকে। প্রতিষ্ঠানটি ৪০ বছরের জন্য এক একর জমি নিয়ে অত্যাধুনিক গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে। একই সময়ে দেশীয় প্রতিষ্ঠান অগ্নিসিস্টেম নতুন প্লট দখল নিয়েছে এবং ব্র্যাক-আইটি দুই একর জায়গায় কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া ১২ তলা সিলিকন টাওয়ারে প্রাণ-আরএফএলসহ কয়েকটি প্রতিষ্ঠান মোট ২ হাজার ৪০০ বর্গফুট স্পেস ভাড়া নিয়েছে।

বর্তমানে হাইটেক পার্কের মাসিক আয় মাত্র ২ লাখ টাকা, যা আসে ভাড়া ও সার্ভিস চার্জ থেকে। বিপরীতে ব্যয় ৮ লাখ টাকার বেশি হওয়ায় প্রতি মাসে প্রায় ৬ লাখ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তবে কর্তৃপক্ষের আশা, নতুন বছর থেকে প্রতিষ্ঠানগুলোর পূর্ণ কার্যক্রম শুরু হলে এই ঘাটতি অনেকটাই কমে যাবে। পার্কের উপপরিচালক ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া জানান, এখন সাতটি প্রতিষ্ঠান নিয়মিত কাজ করছে এবং সিলিকন টাওয়ারে ১৯টি কোম্পানিকে স্পেস দেওয়া হয়েছে।

তবে অবকাঠামো ও নিরাপত্তা ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ বলে উদ্যোক্তারা মনে করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত সংস্কার, নিরাপত্তা জোরদার ও বিদ্যুৎ ব্যাকআপ উন্নয়ন জরুরি। রাজ আইটির ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আক্তারুজ্জামান মাসুদ বলেন, সিসিটিভি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও কর্মীবান্ধব পরিবেশ ছাড়া টেকসই হাইটেক পার্ক গড়ে তোলা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে এগোলে শিক্ষানগরী রাজশাহীতে এই হাইটেক পার্ক থেকে অন্তত ১৪ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।