রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (RUET) WordPress Campus Connect Rajshahi সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ইভেন্টে ৯৫+ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ওপেন সোর্স, ওয়েবসাইট তৈরি ও WordPress ইকোসিস্টেম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
লিড অর্গানাইজার: নাজমুল হোসেন
বক্তব্য:
বাধন: AI যুগে ওপেন সোর্সের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা।
হুজাইফা আল মেহবাহ: WordPress কমিউনিটিতে অবদান রাখার অনুপ্রেরণামূলক যাত্রা, শিক্ষার্থীদের কন্ট্রিবিউশনে উৎসাহিত করা।
হ্যান্ডস-অন সেশন: শিক্ষার্থীরা নিজেদের প্রথম WordPress ওয়েবসাইট তৈরি করেন, থিম, প্লাগইন এবং কনটেন্ট ম্যানেজমেন্ট শিখেন।
সহযোগিতা: ইভেন্টটি RUET Computer Society-এর সর্বাত্মক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ইভেন্টটি শিক্ষার্থীদের জন্য প্রাণবন্ত, অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও আরও এমন সেশন আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।