সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে এবং জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। এ ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা শুরু হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরে সংশয় ছিল। ইসি কর্মকর্তারা বলেন, আইন অনুযায়ী যোগ্যতা ও অযোগ্যতার কোনো ধারায় বাধা না থাকলে তিনি ভোটার বা প্রার্থী হতে পারেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে ২৯ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে এবং একই সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে হবে।
ভোটার তালিকা আইন ও বিধিমালায় বলা হয়েছে, বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক ফরম–২ পূরণ করে দেশে বা প্রবাসেই ভোটার হিসেবে নিবন্ধন করতে পারেন। ১৩ ধারা অনুযায়ী, নাগরিকত্ব হারালে, অপ্রকৃতিস্থ ঘোষিত হলে বা নির্দিষ্ট কিছু অপরাধে সাজাপ্রাপ্ত হলে ভোটার হওয়া যাবে না। তবে ১৮ বছর বয়স পূর্ণ হলেই ভোটার হওয়ার মৌলিক যোগ্যতা অর্জিত হয়। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চাইলে তারেক রহমান লন্ডন থেকেই ভোটার হতে পারবেন এবং যুক্তরাজ্যে দূতাবাসের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চলছে।
প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে, যেখানে দেশে থাকা বাধ্যতামূলক নয়। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, ২৫ বছর বয়স পূর্ণ যে কোনো বাংলাদেশি নাগরিক সংসদ সদস্য হওয়ার যোগ্য। তবে অপ্রকৃতিস্থ ঘোষণা, ফেরারি আসামি থাকা, দেউলিয়া হওয়া, বিদেশি নাগরিকত্ব গ্রহণসহ নানান কারণে অযোগ্যতা তৈরি হতে পারে। নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হলে এবং কারামুক্তির পাঁচ বছর না পেরোলে প্রার্থী হওয়া সম্ভব নয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর; বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি; আপিল ১১ জানুয়ারি পর্যন্ত; আপিল নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি; প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন—তারেক রহমান দেশে ফিরে ভোটার হবেন এবং প্রার্থী হতে কোনো জটিলতা হবে না।
রাজশাহী ভয়েস
Rajshahi Voice একটি আধুনিক, স্বাধীন ও দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রাজশাহীকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে তুলে ধরা। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে প্রামাণ্য ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করাই আমাদের প্রধান অঙ্গীকার।